দুটি সিম ব্যবহার করেন? খরচ বাড়তে চলেছে আপনার, জিও, এয়ারটেল ও ভিআই-র নয়া প্ল্যান

ভোটের পর মোবাইল খরচ বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যারা ফোনে দুটি সিম ব্যবহার করেন তারা চাপে পড়তে পারেন। এখন তো প্রায় সব ফোনেই ডুয়াল সিমের সুবিধা রয়েছে। কেউ কেউ জিও এবং এয়ারটেল দুই সিমই ব্যবহার করেন। আবার কেউ ভিআই ও এয়ারটেল। শেষ 2021 সালের ডিসেম্বরে বেড়েছিল মোবাইল খরচ।

2021 সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু প্ল্যানের দাম বাড়লেও সার্বিক ভাবে মোবাইল খরচ বৃদ্ধির কোপ পড়েনি। তবে ভোট শেষ হলেই তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। টেলিকম বাজার সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

দুটো সিম থাকলে খরচ হবে দ্বিগুণ

আপনি যদি দুটি সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য সমস্যা বাড়তে পারে। কারণ প্রাইমারি অর্থাৎ মূল সিমের পাশাপাশি দ্বিতীয় সিম চালু রাখার জন্য টাকা খরচ করতে হবে। আর রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিক ভাবেই খরচ দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে, জিও, এয়ারটেল এবং ভিআইয়ের নূন্যতম 150 টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। এটা ফোন চালু রাখার জন্য।

আগামী দিনে এই দাম 150 থেকে বেড়ে 180 বা 200 টাকা হতে পারে। অর্থাৎ আপনার কাছে দুটো সিম থাকে তাহলে 28 দিন চালু রাখার জন্য 400 টাকা খরচ করতে হবে। যা স্বাভাবিক ভাবেই চাপ বাড়াবে সাধারণ মানুষের উপর। তবে 400 টাকাই যে খরচ হবে তেমনটা নয়।

এগুলি বেসিক প্ল্যান। সুবিধাও খুব সামান্য। তাই যারা বেশি ডেটা, আনলিমিটেড কল এবং অন্যান্য সুবিধা চান তাঁদের আরও বেশি টাকা খরচ করতে হবে।

কত টাকা বাড়বে রিচার্জের দাম?

আপনি যদি এখন মাসিক 300 টাকা রিচার্জ করে থাকেন তাহলে মূল্যবৃদ্ধির পর আরও 75 টাকা বাড়তি খরচ করতে হবে। যারা 500 টাকা মাসিক রিচার্জ করে থাকেন তাঁদের আরও 125 টাকা বেশি দিতে হবে।

অন্যদিকে, শীঘ্রই আনলিমিটেড 5G সুবিধা বন্ধ করতে চলেছে জিও এবং এয়ারটেল। 4G এর মতো 5G এর জন্য আলাদা রিচার্জ প্ল্যান আসতে চলেছে। তবে সবটাই পরিকল্পনাধীন। এখনও 5G রিচার্জ প্ল্যানের দাম সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি দুই সংস্থা। তবে ভোট শেষ হলে শীঘ্রই তার ঘোষণা আসতে পারে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-05T07:08:53Z dg43tfdfdgfd