PNB-তে একমাস পরে বন্ধ হয়ে যাবে প্রচুর অ্যাকাউন্ট, গ্রাহকদের দুঃসংবাদ শোনাল ব্যাঙ্ক

দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর। বর্তমানে পাবলিক সেক্টর খাতে দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কটি হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এবার এই ব্যাঙ্কের তরফে নেওয়া হল কড়া পদক্ষেপ। যে গ্রাহকেরা অ্যাকাউন্টে তিন বছর ধরে কোনও লেনদেন করছে না ও তাঁদের অ্যাকাউন্টে যদি কোনও ব্যালেন্স না থাকে তবে সেই অ্যাকাউন্টগুলি এক মাস পরে বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই ধরনের অ্যাকাউন্টগুলিকে অপব্যবহার থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 30 এপ্রিল পর্যন্ত তিন বছরের হিসাব করা হবে।

কিছু অ্য়াকাউন্টকে ছাড় দেওয়া হবে

কোনও বিশেষ অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, তবুও সেগুলোকে ছাড় দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্ট, 25 বছরের কম বয়সী ছাত্রদের অ্যাকাউন্ট, নাবালকদের অ্যাকাউন্ট, SSY/PMJJBY/PMSBY/APY, DBT এবং আদালতে রেজিস্টার নয় এমন উদ্দেশ্যে খোলা অ্যাকাউন্ট, আয়কর বিভাগের তরফে নির্দেশিত কোনও ফ্রিজ হওয়া অ্যাকাউন্টকেও বন্ধ করা হবে না।

উল্লেখ্য বিষয় হল, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দেশে 180 মিলিয়ন সংখ্যক গ্রাহক রয়েছে। সারা দেশে 12248 টির বেশি ব্রাঞ্চ ও 13000 এর বেশি এটিএম রয়েছে পিএনবি-র। অন্যদিকে ব্যাঙ্কে কর্মী সংখ্যা রয়েছে প্রায় 1 লাখ 3 হাজার 144 জন।

ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুসংবাদ রয়েছে

দেশের বেসরকারি সেক্টরের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই আবার গ্রাহকদের সুখবর শুনিয়েছে। ব্যাঙ্কের তরফে বিদেশি গ্রাহকদের ভারতে UPI পেমেন্ট করার জন্য আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করার অনুমতি দিয়েছে। এর অর্থ হল, ব্যাঙ্কের বিদেশি শী গ্রাহকরা যে কোনও ভারতীয় QR কোড, UPI আইডি স্ক্যান করে বা যেকোনো ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে UPI পেমেন্ট করতে পারেন।

ICICI ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বিদেশি গ্রাহকদের দৈনন্দিন অর্থ প্রদানের সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই সুবিধার মাধ্যমে, ব্যাঙ্কের বিদেশি গ্রাহকরা তাঁদের বিল, মার্চেন্ট এবং ই-কমার্স লেনদেনের জন্য তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর দিয়ে ভারতের আইসিআইসিআই ব্যাঙ্কে এনআরই/এনআরও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্ট্রি করে টাকা দিতে পারবেন।

আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ iMobile Pay-এর মাধ্যমে এই পরিষেবা শুরু করেছে। এর আগে প্রবাসীদের UPI পেমেন্ট করার জন্য তাঁদের ব্যাঙ্কে একটি ভারতীয় মোবাইল নম্বর রেজিস্টার করতে হত। যা তাঁদের জন্য যথেষ্ট সমস্যার বিষয় ছিল।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-07T07:09:23Z dg43tfdfdgfd