এই কর্মীদের প্রভিডেন্ট ফান্ড দেওয়া অসাংবিধানিক, হাই কোর্টের রায়ে হইচই

এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) নিয়ে এবার বড় রায় দিল কর্নাটক হাই কোর্ট। বিদেশি কর্মীদের EPF ও পেনশন স্কিমের সুবিধা দেওয়াকে অসংবিধানিক বলেছে আদালত। এই সংক্রান্ত আইনের সংশোধন করেছিল প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থা এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO। যার দেড় দশক (15 বছর) পর এই রায় দিল হাই কোর্ট। আদালতের এহেন নির্দেশের জেরে আতান্তরে পড়েছেন বিদেশ থেকে কাজ করতে আসা কর্মীরা।

প্রভিডেন্ট ফান্ড নিয়ে কর্নাটক হাই কোর্টের এই রায়ে মোটেই খুশি নয় সরকার ও EPFO। সূত্রের খবর, রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারেন তাঁরা। EPFO জানিয়েছে, আদালতের এই নির্দেশে মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিদেশ থেকে কাজ করতে আসা হাজার হাজার কর্মীরা। রায় কার্যকর হলে সামাজিক সুরক্ষার বাইরে বেরিয়ে যাবেন তাঁরা।

অনেকেই এই ইস্যুতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন। মামলাকারীদের মধ্যে রয়েছেন শিক্ষা, লজিস্টিক্স, রিয়েল এস্টেট ও প্রযুক্তি ক্ষেত্রে বহু মানুষ। তাঁদের যুক্তি, এই রায় সংবিধানের 14 নম্বর ধারার পরিপন্থী। এতে ভারতীয় ও বিদেশি শ্রমিকদের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে।

অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তি ছিল, ‘বর্তমানে বেতন ছাড়াও বিদেশ কর্মীরা এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু 15,000 টাকা প্রতি মাসে পারিশ্রমিক পেয়েও ঘরোয়া শ্রমিকরা PF-র সুবিধা পাচ্ছেন না। বিদেশি শ্রমিকরা একটি নির্দিষ্ট সময়ের জন্য এদেশে কাজ করেন। ফলে কখনই তাঁদের PF-র আওতায় আনা উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’

বিশেষজ্ঞদের দাবি, কর্নাটক হাই কোর্টের এই রায়ের ফলে বড় সমস্যার মুখে পড়তে চলেছে সরকার ও EPFO। কারণ, বিদেশি শ্রমিকদের কী কী আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই সংক্রান্ত নিয়ম 16 বছর আগে চালু করা হয়েছিল। শুধু তাই নয়, এই রায় কার্যকরের ক্ষেত্রে একাধিক জটিলতা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।

বিশেষজ্ঞদের প্রশ্ন, যে বিদেশি শ্রমিকদের EPF অ্যাকাউন্ট রয়েছে ও তাঁরা দেশে ফিরে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে কী ভাবে এই রায় কার্যকর করা হবে? ওই অ্যাকাউন্টের টাকা কে বা কারা ফিরিয়ে নেবে? তাছাড়া যাঁরা বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পাচ্ছেন, তাঁদের কী এই আর্থিক সুবিধা অবিলম্বে বন্ধ করতে হবে? রায় চ্যালেঞ্জ হলে সুপ্রিম কোর্টে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-07T06:39:19Z dg43tfdfdgfd