এই সপ্তাহে পাঁচ দিন ছুটি থাকছে ব্যাঙ্ক! কলকাতায় কোন কোন তারিখ বন্ধ, জেনে নিন

এই সপ্তাহে ব্যাঙ্ক কর্মীরা আনন্দে দু'হাত তুলে নাচতেই পারেন। কারণ এক-দুই দিন নয়, পুরো পাঁচ দিন বন্ধ থাকবে দেশের একাধিক ব্যাঙ্ক। তবে সাধারণ গ্রাহকদের আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ এই ছুটি রয়েছে সারা দেশ মিলিয়ে। কোনও একটি রাজ্যে টানা পাঁচ দিনের ছুটি নেই। বিভিন্ন রাজ্য ও শহরে বিভিন্ন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 7 মে লোকসভা নির্বাচনের জন্য যে শহরগুলিতে ভোট হবে সেখানে এমনিতেই ব্যাঙ্কের ছুটি রয়েছে। এছাড়াও, 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওই দিন কলকাতায় ব্যাঙ্ক ছুটি থাকবে। 10 মে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক ছুটি থাকবে। 11 ও 12 মে টানা দু'দিন সারাদেশে ব্যাঙ্ক ছুটি চলছে। 11 মে দ্বিতীয় শনিবার। আর 12 তারিখ রবিবার উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে।

উল্লেখ্য বিষয় হল, এদেশে ব্যাঙ্কের ছুটির দিনগুলো RBI এর তরফে সেট করা হয়। ব্যাঙ্কের ছুটির দিনগুলোকে একযোগে করে হলিডে লিস্ট প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই তালিকাকে বলা হয় ব্যাঙ্ক হলিডে লিস্ট। এই হলিডে লিস্টে বিভিন্ন রাজ্যে ছুটির দিন একযোগে প্রকাশ করা হয়। সেই তালিকা থেকেই দেখা যাচ্ছে যে, পাঁচ দিন বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের ছুটি রয়েছে।

7 মে: RBI ইতিমধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচনের মূল পর্বের জন্য ব্যাঙ্কের ছুটি ঘোষণা করেছে। সুতরাং 7 মে নির্বাচনের তৃতীয় ধাপের আওতায় মোট 94টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তাই 7 মে ব্যাংক বন্ধ থাকবে, যে কেন্দ্রগুলোতে ভোট রয়েছে, সেই এলাকাতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। মঙ্গলবার রাজ্যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট রয়েছে, ওই এলাকায় ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। এছাড়াও আহমেদাবাদ, ভোপাল, পানাজি এবং রায়পুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

8 মে: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআই- এর তরফে জানানো হয়েছে, এই উপলক্ষে কলকাতায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

10 মে: বসব জয়ন্তী / অক্ষয় তৃতীয়া উপলক্ষে শুক্রবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। মূলত, বেঙ্গালুরুতে 10 মে তে ব্যাঙ্কের ছুটি থাকবে।

মে 11 এবং 12 মে: ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এমনিই বন্ধ থাকে। 11 মে মাসের দ্বিতীয় শনিবার এবং তাই ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকছে। এরপর 12 মে অর্থাৎ রবিবার নির্দিষ্ট সপ্তাহিক ছুটির কারণেই ব্যাঙ্ক থাকছে।

মে মাসে আর কোন কোন বিশেষ দিন রয়েছে?

এছাড়াও, এরপর সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও 13 মে চতুর্থ দফার ভোট, 20 মে পঞ্চম দফার ভোট, 23 মে বুদ্ধ পূর্ণিমা, 25 মে নজরুল জয়ন্তী/লোকসভা সাধারণ নির্বাচন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-06T07:05:57Z dg43tfdfdgfd