ডিম্যাট অ্যাকাউন্ট থাকলেই সহজে পাওয়া যাবে লোন, সুদের হার ব্যাঙ্কের থেকে অনেক কম

জরুরি প্রয়োজনের ভিত্তিতে অনেক সময়ই লোনের দরকার পড়ে। পরিবারের হঠাৎ কারোর অসুস্থতা বা অন্য কোনও কারণে লোনের দরকার হয়ে যেতেই পারে। কিন্তু সবসময়ে ব্যাঙ্ক থেকে লোন পাওয়া যায় না। এর অন্যতম কারণ হল CIBIL স্কোর কম থাকলে ব্যাঙ্কগুলো ঋণ দিতে দ্বিধা করে। অথবা চড়া সুদের হারে লোন অফার করে। তবে এই গ্রাহকেরাও কিন্তু কম সুদের হারে, সহজে লোন পেতে পারেন। এক্ষেত্রে বিশেষ বিষয় হল, এর জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। আবার সিবিল স্কোরও খুব জরুরি বিষয় নয়। এছাড়াও, সবচেয়ে জরুরি বিষয় হল, ডিম্যাট অ্যাকাউন্টের থেকে লোন নেওয়া হলে তার সুদের হার হবে ব্যাঙ্কের তুলনায় অনেক কম। এই লোন পেতে একটি ফর্ম জমা করে ঋণের আবেদন করতে হবে। তাহলেই সরাসরি টাকা চলে আসবে গ্রাহকের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে।

বর্তমানে দেশের যুব সম্প্রদায়ের মধ্যে বিরাট অংশ শেয়ার বাজারে বিনিয়োগ করে। সেই কারণে তাঁদের ডিম্যাট অ্যাকাউন্টও অবশ্যই রয়েছে। সেবি-র তথ্যও বলছে যে দেশে 11 কোটিরও বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। ডিম্যাট অ্যাকাউন্ট থাকার অর্থ হল সেই অ্যাকাউন্ট ব্যবহারকারী শেয়ার, সিকিউরিটিজ, বন্ড এবং ইটিএফ-এর মতো অপশনে বিনিয়োগ করেন। বিশেষ বিষয় হল, এই বিনিয়োগগুলোর মধ্যে থেকে যে কোনও ব্যক্তি অনলাইনে ঋণ নিতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে শেয়ারের বিপরীতে লোন নেওয়া যেতে পারে। এরফলে সহজেই অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এতে শেয়ার বিক্রি করার কোনও প্রয়োজন হবে না এছাড়াও, শেয়ারদর বৃদ্ধি পেলে মুনাফাও থাকবে যথেষ্ট।

কোনও ব্যক্তি ডিম্যাট অ্যাকাউন্ট একটি বা অন্য ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করে সহজেই লোন পেতে পারেন। যখন শেয়ারের বিপরীতে ঋণ নেওয়া হয়, তখন ব্যাঙ্ক শেয়ারগুলোকেই বন্ধক হিসেবে নেয় ও বিনিময়ে অর্থ দেয়। যেহেতু এই লোনের প্রক্রিয়া একটি ব্যাঙ্ক বা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়, তাই এই প্রক্রিয়া হয় বেশ সহজ ও দ্রুত আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা চলে আসে।

শেয়ারের বিপরীতে লোন নিলে কী কী সুবিধা পাওয়া যায়?

শেয়ারগুলো ডিম্যাট অ্যাকাউন্টে থাকে। এটির জমানতে ঋণ পাওয়া গেলেও, শেয়ারে লভ্যাংশ, বোনাসের মতো সুবিধা ব্যবহারকারী পান। পরে সময়ের সঙ্গে সঙ্গে শেয়ারের দাম বাড়লে বর্ধিত মূল্যে স্টক বিক্রি করে লোন পরিশোধ করা যেতে পারে।

উল্লেখ্য বিষয় হল, কোনও ব্যক্তি ডিম্যাট অ্যাকাউন্টের পরিবর্তে 20 লাখ টাকার ঋণ নিতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্টে 12 থেকে 18 শতাংশ বার্ষিক সুদে ঋণ পাওয়া যায়। যা কিনা ব্যাঙ্কের ক্ষেত্রে সর্বনিম্ন সাধারণত 14- 15 শতাংশ সুদের হার। এছাড়াও, এতে কোনও গ্যারান্টারের প্রয়োজন নেই এবং ঋণের অগ্রিম পরিশোধের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-06T11:06:39Z dg43tfdfdgfd