দাম মাত্র 450 টাকা, ফার্মা কোম্পানির IPO-তে মালামাল হওয়ার সুযোগ

ফের শেয়ার বাজার কাঁপাতে এল 1,800 কোটি টাকার IPO। সোমবার, 6 এপ্রিল থেকে এতে লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা। IPO-টির সাবস্ক্রিপশন উইন্ডো খোলা থাকবে 3 দিন। যা গ্রে মার্কেটে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। এই সময় ডিজিটালের এই প্রতিবেদনে রইল IPOটির প্রাইস ব্য়ান্ড ও লটের হদিশ।

এদিন যে কোম্পানিটি স্টক মার্কেটে নতুন শেয়ার ছাড়া শুরু করেছে, তার নাম Indegene। যা মূলত বায়োফার্মাসিউটিক্যাল, বায়োটেক ও মেডিক্যাল ডিভাইস প্রস্ততকারী সংস্থা। আগামী 8 মে পর্যন্ত এতে বিডিং করতে পারবেন ট্রেডাররা।

উল্লেখ্য, এই IPO-র মাধ্যমে বাজার থেকে 1,841.76 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে Indegene। কোম্পানিটি বিডিংয়ের জন্য বাজারে ছাড়ছে 4 কোটি 7 লাখ 46 হাজার 891টি শেয়ার। এর মধ্যে নতুন শেয়ারের পরিমাণ 1 কোটি 68 লাখ 14 হাজার 159। অন্যদিকে 2 কোটি 39 লাখ 32 হাজার 732টি স্টক অফার ফর সেলের জন্য রেখেছে Indegene। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ধার্য হয়েছে 2 টাকা।

Indegene-র IPO-র প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে 430-452 টাকা। সাধারণ গ্রাহকদের আগে 3 মে অ্যাঙ্কার ইনভেস্টটরদের জন্য খোলা হয় এই IPOটি উইন্ডো। এর মাধ্যমে 548.77 কোটি টাকা তুলেছে ফার্মা কোম্পানিটি। প্রাইস ব্য়ান্ডের ক্ষেত্রে কর্মীদের জন্য শেয়ার প্রতি 30 টাকা করে ছাড় ঘোষণা করেছে Indegene। বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই IPO-র।

1998-তে পথচলা শুরু করে Indegene Limited। সংস্থার তরফে আনা IPO-তে 33টা করে শেয়ার নিয়ে তৈরি করা হয়েছে একটি লট। বিনিয়োগকারীকে ন্যূনতম একটি লট কিনতেই হবে। অর্থাৎ কমপক্ষে 14,916 টাকা করতে হবে লগ্নি। খুচরো ট্রেডাররা সর্বোচ্চ 429টি শেয়ার কিনতে পারবেন। সেক্ষেত্রে লগ্নির পরিমাণ দাঁড়াবে 1 লাখ 93 হাজার 908 টাকা।

সূত্রের খবর, বর্তমানে গ্রে মার্কেটে 262 টাকা প্রিমিয়ামের সঙ্গে চলছে এই IPO-র প্রতি শেয়ারের লেনদেন। যা এর প্রাইস ব্যান্ডের চেয়ে প্রায় 58 শতাংশ বেশি। Indegene-র তরফে শেয়ার বরাদ্দের তারিখ 9 মে ধার্য করা হয়েছে। স্টক মার্কেটে IPO-টি 13 মে তালিকাভুক্ত হতে পারে বলে খবর সূত্রের।

(বিশেষ দ্রষ্টব্য: স্টক মার্কেটে বিনিয়োগ মারাত্মক ঝুঁকি সাপেক্ষ। এই প্রতিবেদনে IPO সংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরেছি আমরা। তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে এতে লগ্নি করুন। বিনিয়োগে লোকসান হলে এই সময় ডিজিটাল কোন ভাবেই দায়ি নয়।)

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-06T09:06:17Z dg43tfdfdgfd