প্রতি মাসে ইলেকট্রিক বিল দেওয়ার আগে চেক করতে হবে বিশেষ জিনিস, কমে যেতে পারে খরচ

ইলেকট্রিক ছাড়া আজকের জীবন কি চলতে পারে? মোবাইল থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, লাইট, ফ্যান, এসি সব কিছুর জন্যই বিদ্যুৎ প্রয়োজন। আর বিদ্যুৎ ব্যবহার করলে বিল তো দিতেই হবে। ভারতীয় সিস্টেম অনুযায়ী, কোনও ব্যক্তি বিদ্যুতের যে পরিমাণ ইউনিট ব্যবহার করেন সেই অনুযায়ী বিল দিতে হয়। প্রতি মাসে, অথবা তিন মাসে বিদ্যুতের বিল দিতে হয়। যে ব্যক্তিরা বাড়ির ইলেকট্রিক বিল দেন, তাঁদের কিন্তু কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি। সেগুলো কী কী, জেনে নেওয়া যাক

বিদ্যুৎ কোম্পানি প্রতি মাসে ব্যবহৃত ইউনিটের ভিত্তিতে বিল প্রস্তুত করে। আর ঠিক সেই কারণেই টাকার অঙ্কের চেয়ে বিদ্যুতের বিলের দিকে মনোযোগ দিতে হবে। আসলে সব বিদ্যৎ ব্যবহারকারীরাই টাকার অঙ্কের দিকে বেশি ফোকাস রাখেন, কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, সেটি এড়িয়ে যান। এটি একেবারেই উচিত নয়। কত ইউনিট বিদ্যুৎ পোড়ানো হয়েছে, তার জন্য কত টাকা দিতে হচ্ছে, এই তথ্য প্রতিটি বিদ্যুৎ ব্যবহারকারীর জানা উচিত। এই তথ্য ইলেকট্রিক বিলে উল্লেখ্যও থাকে, কিন্তু শুধুমাত্র গাখেলাপির কারণেই সেদিকে মনোযোগ দেন না অনেকেই। বিদ্যুতের মিটারের রিডিং বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে নেওয়া হয়েছে, সেটা জানাও গুরুত্বপূর্ণ। ইলেকট্রিক বিলে বিদ্যুতের ইউনিট জানা থাকলে, পরের মাসে ইউনিট কম খরচ করা যেতে পারে।

অনলাইন পেমেন্ট দিয়ে সুবিধা যেতে পারেন

ইলেকট্রিক বিলে অনলাইন পেমেন্ট আসার পরে অনেক সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা। যে কোন জায়গা থেকে বিল পরিশোধ করার অপশন রয়েছে। অনলাইনে বিল দিয়ে একাধিক সংস্থা গ্রাহকদের কুপন, রিওয়ার্ড, এমনকি ক্যাশব্যাক পর্যন্ত দিচ্ছে। এরফলে তাঁদের খরচ কম হবে। তবে ক্যাশব্যাকের লোভে কেনও অপরিচিত লিঙ্কে ক্লিক করে বিদ্যুৎ বিল জমা দেওয়া মোটেই কাজের কথা হবে না। এরফলে টাকা বেহাত হতে পারে, এমনকি স্ক্যামের ফাঁদে পড়ে পুরো অ্যাকাউন্টই ফাঁকা হয়ে যেতে পারে।

কোন জিনিসে চার্জ কত?

একটি নির্দিষ্ট ইউনিটের মাত্রা পার করলে ইলেকট্রিক বিলে বেশি টাকা খরচ হয়ে যায়। সেই হিসেব জানা থাকলে সঠিক ভাবে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। এতে বিদ্যুতের বিল কম আসে। আবার বেশ কিছু বোর্ডের বিলে কোন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করলে কতটা ইউনিট পোড়ে, সেই হিসেব থাকে। এইদিকে লক্ষ্য রাখা উচিত। এছাড়াও, নির্দিষ্ট তারিখের আগে ইলেকট্রিক বিল দিলে বোর্ডের তরফে ছাড় পাওয়া যায়। সেই তারিখ স্পষ্ট করে জানতে বিদ্যুতের বিলের দিকেই নজর দিতে হবে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-06T09:36:22Z dg43tfdfdgfd