শনিবারে শেয়ার বাজারের ছুটি বাতিল, স্টক কেনা-বেচার মেগা সুযোগ ট্রেডারদের

স্টক মার্কেটে লগ্নিকারীদের জন্য সুখবর। চলতি মাসের তৃতীয় শনিবার খোলা থাকবে শেয়ার বাজার। মঙ্গলবার অর্থাৎ 7 মে এই মর্মে বিশেষ নির্দেশিকা জারি করল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। আগামী 18 তারিখ ইক্যুইটি এবং ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টের স্পেশাল ট্রেডিং সেশন চালু থাকবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

NSE-র তরফে জারি করা নোটিশে বলা হয়েছে, বড় ধরনের কোনও বিপদ বা ব্যর্থতা মোকাবিলা করার জন্য যাতে আগে থেকে প্রস্তুত থাকা যায়, তার জন্যই ওই দিন বিশেষ ট্রেডিং সেশনের আয়োজন করা হবে। মূলত এই সময় প্রাইমারি সাইট থেকে ডিজাস্টার রিকভারি সাইটে লেনদেনের ট্রান্সফারের কার্যকারিতা পরীক্ষা করবে শেয়ার বাজার কর্তৃপক্ষ।

ট্রেডারদের জন্য জারি করা সার্কুলারে NSE জানিয়েছে, 18 তারিখ 2টি সেশনে চলবে শেয়ারের লেন-দেন। প্রথম সেশন শুরু হবে সকাল 9টা 15 মিনিটে। যা চলবে সকাল 10টা পর্যন্ত। দ্বিতীয় সেশনের সময়সীমা সকাল সাড়ে 11টা থেকে বেলা সাড়ে 12টা।

উল্লেখ্য, ওই দিনে প্রথম সেশনে স্টক কেনা-বেচা হবে প্রাইমারি সাইটে। দ্বিতীয় সেশনে ডিজাস্টার রিকভারি সাইটে শেয়ারের লেন-দেন করতে পারবেন ট্রেডাররা। ’18 মে স্পেশাল লাইভ ট্রেডিং সেশনে ইনট্রা ডে সুইট ওভার হবে প্রাইমারি সাইট থেকে ডিজাস্টার রিকভারি সাইটে।’ সার্কুলারে স্পষ্ট করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

এর আগে চলতি বছরের 2 মার্চ শেয়ার বাজারে একই রকমের স্পেশাল ট্রেডিং সেশনের আয়োজন করা হয়েছিল। ওই দিন অবশ্য ন্যাশনাল ও বম্বে স্টক এক্সচেঞ্জ – দু’টি মার্কেটেই শেয়ার কেনা-বেচার অনুমতি দেওয়া হয়েছিল।

শেয়ার বাজারের স্পেশাল ট্রেডিং সেশন ইচ্ছে মতো করা যায় না। স্টক মার্কেট নিয়ন্ত্রণকারী সংস্থা SEBI-র সঙ্গে আলোচনা করেই এবিষয়ে নিতে হয় চূড়ান্ত সিদ্ধান্ত। যার পিছনে রয়েছে একাধিক কারণ। সাধারণ ভাবে যদি প্রাইমারি সাইটের উপর বড় কোনও আঘাত নামে। হ্যাকিং সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয় অথবা সার্ভার ক্রাশ করে যায়, তাহলে ব্যবসা ডিজাস্টার রিকভারি সাইটে ট্রান্সফার করা হয়। এই বিষয়ের দিকে জোর দিয়েই ট্রায়াল রান চালাচ্ছে দুই স্টক এক্সচেঞ্জ।

এই বিশেষ অধিবেশন চলাকালীন সমস্ত সিকিউরিটির সর্বোচ্চ মূল্যসীমা হবে পাঁচ শতাংশ। এই ট্রায়ালের মূল উদ্দেশ্যই হল, আপদকালীন পরিস্থিতে শেয়ারের ট্রেডিং চালিয়ে যাওয়া। সেই কারণেই ব্যাকআপ হিসেবে ডিজাস্টার রিকভারি সাইট তৈরি করা হয়েছে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-07T13:55:29Z dg43tfdfdgfd