সেবির নোটিশে আদানি গ্রুপের শেয়ারে ধস, এখনই কম দামে কিনলেই হবে বাজিমাত?

সপ্তাহের শুরুতেই স্টক মার্কেটের ওঠানামার মধ্যে আদানি গ্রুপের শেয়ার কার্যত বিপর্যস্ত। সোমবার ধস নেমেছে আদানি গ্রুপের শেয়ারে। আদানি পাওয়ার থেকে টোটাল গ্যাস- বেশিরভাগ শেয়ারেই ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে। আদানি গ্রুপের স্টকে পতনের কারণ হিসেবে বাজার বিশেষজ্ঞরা দেখছেন SEBI-এর নোটিশকেই। বাজার খোলার পর থেকেই আদানি গ্রুপের শেয়ারগুলো নেতিবাচক জোনে চলে যায়। বেলা 11 টা পর্যন্ত আদানি গ্রুপের সবকটি শেয়ার লাল জোনে পারফর্ম করেছে। তার মধ্যে কোম্পানির ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারই সবচেয়ে খারাপভাবে পতন হয়েছে। বাজার খোলার মাত্র 2 ঘণ্টার মধ্যে আদানি এন্টারপ্রাইজের শেয়ার 4 শতাংশের বেশি নিম্নমুখী হয়েছে।

আদানি পাওয়ার 3.1 শতাংশ কমে 585.85 টাকায়, আদানি এন্টারপ্রাইজও 4.30 শতাংশ কমে 2865.50 টাকায় লেনদেন করছে। আদানি গ্রিন এনার্জিও 2 শতাংশের বেশি কমে 1762 টাকায় নেমে এসেছে। এছা়ড়াও আদানি টোটাল গ্যাস লিমিটেডের শেয়ার 2.3 শতাংশের নেতিবাচক রিটার্ন দিয়ে 908 টাকায় পারফর্ম করেছে। আদানি উইলমার ও এনডিটিভি উভয়ের শেয়ার এদিন 2.1 শতাংশের লালজোনে গিয়ে পারফর্ম করেছে। মন্দের ভালো হিসেবে বেলা 11 টাকায় মাত্র 0.60 শতাংশ নেতিবাচক রিটার্নের সাক্ষী রয়েছে ACC Ltd -এর শেয়ার। এই স্টকটিতে বৃদ্ধির আশা দেখতে পারেন বিনিয়োগকারীরা।

কোন কারণে আদানি গ্রুপের শেয়ারে এই দুর্দশা?

আদানি গ্রুপের 6'টি কোম্পানি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) থেকে সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের লঙ্ঘন এবং তালিকাভুক্তির নিয়ম না মেনে চলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছে। হিন্ডেনবার্গ রিসার্চ 2023 সালের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে যে কারচুপির অভিযোগ নিয়ে হাজির হয়েছিল, সেই অভিযোগের তদন্তের পরিপ্রেক্ষিতেই তদন্তের আওতায় আদানি গ্রুপকে এই নোটিশ ধরিয়েছে সেবি।

এখন কেনা বুদ্ধিমানের কাজ হবে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী এক- দু'দিন স্টকগুলোর দিকে পর্যালোচনা করা উচিত। এই সপ্তাহের শেষের দিকে আদানি গ্রুপের স্টকগুলো এই টালমাটাল অবস্থা থেকে কেটে বেরোতে পারে। তেমন সম্ভাবনা দেখা দিলেই আদানি গ্রুপের স্টকে বিনিয়োগকারীরা স্বল্প দিনের জন্য বাজি ধরতে পারেন।

শেয়ার বাজারে সোমবারের পারফরম্যান্স কেমন?

সোমবার বাজারের শুরুটা ভালো ভাবেই হয়েছে। 0.36 শতাংশের বৃদ্ধি নিয়ে সেনসেক্স পৌঁছে গিয়েছে 74,065.16 পয়েন্টে। অন্যদিকে নিফটি 50 পৌঁছে গিয়েছে 22,521.45 পয়েন্টে। সোমবারে নিফটি বেলা 11 পর্যন্ত 0.13 শতাংশ বৃদ্ধির সাক্ষী হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। স্টক মার্কেটে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-06T06:05:51Z dg43tfdfdgfd