CLOSING BELL: অনিশ্চয়তার ট্রেডে সামান্য বাড়ল সেনসেক্স! নিফটি 22450-এর নীচে, TITAN-এর স্টকে ক্ষতি 7%

শেয়ার বাজারে ক্রমশ বেড়ে চলেছে অনিশ্চয়তা। আজ সকালের ট্রেডে ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের স্বস্তি দিলেও বাজার বন্ধের সময় সেনসেক্স সামান্য বৃদ্ধি পেয়েছিল। সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় 0.02 শতাংশ অথবা 17.39 পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় 73895.54। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় 0.15 শতাংশ অথবা 33.15 পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল 22442.70 -এর স্তরে।

আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ 100 -এর সূচক প্রায় 1.50 শতাংশ পর্যন্ত নিম্নমুখী হয়েছিল। সেক্টরগুলির মধ্যেও কয়েকটি চলে যায় রেডজোনে। এদিন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি পিএসই, নিফটি কনজিউমার ডিউরেবলস এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে। এগুলি যথাক্রমে 0.06, 0.07, 3.66, 0.25, 0.93, 2.16, 1.70, 0.88, 1.24, 2.79, 2.55 এবং 1.75 শতাংশ হ্রাস পায়। অন্যদিকে, সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নিফটি আইটি, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি কনজাম্পশন, নিফটি সার্ভিস সেক্টর, এবং নিফটি হেলথকেয়ারের সূচক। এগুলি যথাক্রমে 0.94, 0.37, 0.71, 2.76, 0.43, 0.01, 0.10, এবং 0.64 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছিল। আজ India VIX-এর সূচক প্রায় 13.54 শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

কোন কোন স্টকে লাভ হয়েছে?

এদিন মুনাফার নিরিখে শীর্ষে ছিল Godrej Properties, Brigade Enterprises, Rainbow Childrens Medicare, Blue Dart Express, Britannia Industries, Prestige Estates Projects, TVS Holdings, Supreme Industries, Asahi India Glass, এবং Tube Investments of India -এর শেয়ার।

কোন সংস্থাগুলির শেয়ারে ক্ষতি হয়েছে?

আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Mangalore Refinery And Petrochemicals, Power Finance Corporation, REC, Titan Company, Punjab National Bank, Jana Small Finance Bank, Valor Estate, Indiabulls Real Estate, Ramkrishna Forgings এবং Reliance Infrastructure -এর স্টকে।

বিশেষজ্ঞের মতামত

এ বিষয়ে Geojit Financial Services -এর রিসার্চ বিভাগের প্রধান বিনোদ নায়ার জানিয়েছেন, "আজ বাজার জুড়ে মূল্যায়ন নিয়ে উদ্বেগের জেরে বিক্রির প্রবণতা দেখা গিয়েছে। পাশাপাশি, প্রফিট বুকিংয়ের জন্যও ছিল বিক্রির চাপ। মার্কিন পে রোলের তথ্য ফেডারেল রিজার্ভের হার কমানোক প্রত্যাশা বাড়িয়েছে।"

2024-05-06T11:45:47Z dg43tfdfdgfd