INVESTMENT RISKS: পতনের সময় কোটাক ব্যাঙ্কের স্টক কেনার সুযোগ! বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ সন্দীপ সবরওয়ালের

শেয়ার বাজারে বর্তমানে চলতে থাকা অনিশ্চয়তার কারণে, বিনিয়োগ বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন, এই মুহূর্তে স্টক স্পেসিফিক দৃষ্টিভঙ্গি রাখা উচিত। তবে, খুব শীঘ্রই অনিশ্চয়তা কেটে গিয়ে সূচকগুলিতে ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্যণীয় হওয়ার সম্ভাবনা কম। আরও কয়েকমাস এই অস্থিরতা বজায় থাকবে। এই পরিস্থিতিতে কী করা উচিত, সেই বিষয়টি নিয়ে রীতিমতো দ্বন্দ্বে পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। আদৌ কী বিনিয়োগ করা উচিত হবে? নাকি নগদ হাতে রেখে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই উপযুক্ত? সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্তমানে শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন বিশেষজ্ঞ সন্দীপ সবরওয়াল। বিনিয়োগকারীদের কী করা উচিত, কী করা উচিত নয়, সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গির বিষয়েও উল্লেখ করেছেন সন্দীপ। কী জানিয়েছেন তিনি? দেখে নিন-

বাজারে চলতে থাকা অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিনিয়োগকারীদের কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?

বাজারগুলি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে যা দ্বিধায় পরিপূর্ণ। বাজারে মূল্যায়ন একেবারেই সস্তা নয়। একাধিক ক্ষেত্রে মূল্যায়ন অত্যন্ত বেশি। একইসঙ্গে বৃদ্ধি এবং সুদের হারের গতিপথ নিয়েও একটি অনিশ্চয়তা রয়েছে। এই সমস্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে সেই কারণে সার্বিকভাবে আমাদের সতর্ক থাকতে হবে। স্টক মার্কেটে যে কোন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। জুন মাসটি শেয়ার বাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী কয়েক মাসে শেয়ার বাজার কীরকম পারফর্ম করবে, তা অনেকাংশেই নির্ভর করবে এই মাসটির উপর। এই ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে। দেশের শেয়ার বাজারের জন্য আগামী মাসগুলি কেমন হতে চলেছে তা এখন থেকে আন্দাজ করা খুব কঠিন। অনিশ্চয়তা বজায় থাকার সম্ভাবনাই বেশি। সুতরাং, আমার দৃষ্টিভঙ্গি অনুসারে এই মুহূর্তে কিছু নগদ ধরে রাখা উচিত।

বিনিয়োগকারীরা কোটাক, টাইটানের স্টক ক্রয় করার সুযোগ খুঁজছেন। এই দু'টি স্টকে কি সত্যিই বিনিয়োগের সুযোগ রয়েছে?

আমি আগেই বলেছিলাম যদি কোটাক ব্যাঙ্কের স্টকটি 1,500 টাকার কাছাকাছি চলে আসে তা হলে আমি এটি ক্রয় করার বিষয়ে চিন্তাভাবনা করব। আমরা ইতিমধ্যেই এই স্টকে কিছু অর্থ বিনিয়োগ করেছি। আমার ধারণা, ফলাফলগুলি এই সম্পূর্ণ খাতটিকে আরও শক্তিশালী করে তুলেছে। কারণ মূল ব্যবসা, ডিপোজিট, ক্রেডিট, এনপিএ –এর মতো বিষয়গুলির দিক থেকে কোন সমস্যা নেই। এখনও পর্যন্ত অন্ততপক্ষে সেরকম কিছু মনে হচ্ছে না। এগুলি কেবল কিছু আইটি সংক্রান্ত সমস্যা যার দ্রুত সমাধান হয়ে যাবে। আমি মনে করি স্টকটি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত সুযোগ তৈরি করেছে। কারণ, স্বাভাবিক পরিস্থিতিতে এই ধরনের স্টকগুলিতে এত পতন দেখা যায় না। এই পরিস্থিতিতে পতনে কোটাকের স্টকটি ক্রয় করার দুর্দান্ত সুযোগ রয়েছে। ভালো খবর ও ভালো দাম, একসঙ্গে আসে না। অপরদিকে টাইটানের স্টকটি বর্তমানে ভ্যালুর ক্ষেত্রে অতিরিক্ত উচ্চ অবস্থানে রয়েছে। আমরা স্টকটিকে এড়িয়ে যেতে চাই না। তবে, ভ্যালুয়েশন একটি ন্যায্য স্তরে এসে পৌঁছনো প্রয়োজন। কিছু পতন ও সময়-ভিত্তিক একত্রীকরণের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তী সময় একটি সুযোগ তৈরি হতে পারে। টাইটানের জন্য এই মুহূর্তে নিকটবর্তী মেয়াদে সেইভাবে বিনিয়োগের সুযোগ চোখে পড়ছে না।

2024-05-06T15:16:18Z dg43tfdfdgfd