IT SECTOR: এই খাতে কি বর্তমানে বিনিয়োগের সুযোগ রয়েছে? জেনে নিন রাজীব ঠক্করের মতামত

অনিশ্চয়তার মধ্যেই সপ্তাহের প্রথম দিনের ট্রেডিং সেশনের একেবারে শেষের দিকে সেনসেক্সে সামান্য ঊর্ধবগতি লক্ষ্যণীয় হয়েছে। তবে, নিফটির ক্ষেত্রে শুক্রবারের পর সোমবারেও একটি পতন দেখা গিয়েছে। ফলে, খুব স্বাভাবিকভাবেই সার্বিকভাবে শেয়ার বাজার ঘিরে একটি অস্পষ্টতার সৃষ্টি হয়েছে। রীতিমতো দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। এই পরিস্থিতিতেও একটি বড় অংশের বিনিয়োগকারীরা তথ্যপ্রযুক্তি খাতের উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছেন। সত্যিই কী এই খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে? আগামী দিনে দেশের শেয়ার বাজারই বা কেমন পারফর্ম করবে? আসন্ন সময়েও বাজারে বিনিয়োগের সুযোগ আসবে বলে জানিয়েছেন PPFAS MF –এর সিআইও রাজীব ঠক্কর। একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে আর কী কী জানিয়েছেন বিশেষজ্ঞ? দেখে নিন-

এই মুহূর্তে দেশের শেয়ার বাজার ঠিক কী অবস্থানে রয়েছে?

স্পষ্টভাবে উল্লেখ করলে, মার্কিন হোক কিংবা ভারতীয় দুটি বাজারই এই মুহূর্তে খুব ভালো অবস্থানে নেই। বাজারের বেশিরভাগ জিনিসই আকর্ষণীয় নয়, অধিকাংশের দামই অত্যন্ত বেশি। তবে, একই সময়ে মূল্যের ভালো পকেট রয়েছে যা ক্রয়ের সুযোগ তৈরি করছে। কোটাক ব্যাঙ্কের স্টকটিকে খুব ভালো দেখাচ্ছে। সার্বিকভাবে ব্যাঙ্কিং খাতটিও খুব ভালো। বেসরকারি খাতের ব্যাঙ্কগুলি গত তিন-চার বছরে খুব বেশি কিছু করতে পারেনি। সেই কারণেই এখনও এগুলির অধিকাংশই কোভিড পূর্ববর্তী স্তরের সামান্য উপরে অবস্থান করছে। প্রতিটি বুল মার্কেটেই কিছু পতন লক্ষ্যণীয় হয় যা বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি উৎসাহ তৈরি করে। তবে, আরও কিছু পতনে ক্রয়ের সুযোগ তৈরি হবে যা সেইভাবে দৃষ্টি আকর্ষণ করবে না। সেখানেই আমরা বিনিয়োগের সুযোগ সন্ধান করার প্রচেষ্টা করব। বিনিয়োগকারীদেরও তাই করা উচিত।

অনেক বিনিয়োগকারীই বর্তমানে স্টক মার্কেটে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছেন। এই খাতে কী সত্যিই বিনিয়োগের সুযোগ রয়েছে?

আইটি সার্ভিস –এর ক্ষেত্রে এই মুহূর্তে সেইভাবে বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সংখ্যাগুলি খুবই দুর্বল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে একটি চিন্তার বিষয় হল, তথ্যপ্রযুক্তি খাতের পরিষেবাগুলির উপর জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স –এর কী প্রভাব পড়তে চলেছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই ক্ষেত্রে কম কর্মচারীর প্রয়োজন পড়বে কী না এবং দাম কমবে কী না, সেই বিষয়গুলিও এখনও স্পষ্ট হয়নি। আমি মনে করি খাতটি একটি সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। মূল্যায়ন মোটামুটিভাবে যুক্তিসঙ্গত অবস্থানে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এটি বিনিয়োগের জন্য একটি উপযুক্ত খাত হয়ে উঠতে পারে। এছাড়াও, অন্যান্য যে সমস্ত খাতে বিনিয়োগের সুযোগ আসতে পারে সেগুলির মধ্যে অন্যতম একটি হল শক্তি খাত। আমরা শক্তি সম্পর্কিত কিছু ইউটিলিটি বা শক্তি সংক্রান্ত মাইনিং কোম্পানিগুলির স্টকে বিনিয়োগ করেছি। বিনিয়োগকারীরাও ইনভেস্ট করার ক্ষেত্রে এই খাতের স্টকগুলির বিষয়ে বিবেচনা করে দেখতে পারেন।

2024-05-07T05:18:06Z dg43tfdfdgfd