PHARMA STOCKS TO BUY: এই পাঁচ ওষুধ কোম্পানির শেয়ারের দাম 21% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা, আপনি কি কিনবেন?

সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিন বাজারে বেড়েছে অনিশ্চয়তা। ওইদিন India VIX -এর সূচক প্রায় 8.62 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এমন পরিস্থিতিতে একাধিক সেক্টরের সূচকের সঙ্গী হয়েছিল লাল রং। বিশ্লেষকদের একাংশ জানিয়েছেন, আগামী দিনে ওষুধের বিভাগের স্টকগুলিতে মিলতে পারে আকর্ষণীয় রিটার্ন। কয়েকটি স্টকে বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন তাঁরা। সেগুলি নিম্নে উল্লেখ করা হল:

Granules India

এই কোম্পানির শেয়ারে 'Strong Buy' রেটিং রেখেছেন পাঁচ জন বিশ্লেষক। তাঁরা স্টকটির দাম 21.7 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন। গত শুক্রবার কোম্পানিটির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 0.31 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 423.35 টাকা। এই কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে 10299 কোটি টাকা। গত এক বছরের নিরিখে শেয়ারটির দাম প্রায় 41.26 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Neuland Lab

সংস্থাটির শেয়ারে 'Strong Buy' রেটিং রেখেছেন দু'জন বিশেষজ্ঞ। কোম্পানিটির স্টকের মূল্য 20.4 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গতকাল বাজার বন্ধের সময় কোম্পানিটির শেয়ারের দাম NSE-তে 1.45 শতাংশ কমে হয়েছে 7557.85 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 9829 কোটি টাকা। গত এক বছরে শেয়ারটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 271.37 শতাংশ। পাঁচ বছরের নিরিখে শেয়ারটিতে রিটার্নের পরিমাণ 1009.33 শতাংশ।

Piramal Pharma

এই কোম্পানির শেয়ারে 'Strong Buy' রেটিং রাখা হয়েছে। চার জন বিশ্লেষক শেয়ারটির দাম 19.2 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতির সম্ভাবনার কথা জানিয়েছেন। শুক্রবার বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির স্টকের দাম 5.38 শতাংশ বেড়ে হয় 151.05 টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 18933 কোটি টাকা। বারো মাসের হিসাবে এই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 112.30 শতাংশ।

Suven Pharma

এই সংস্থার শেয়ারে 'Strong Buy' রেটিং রাখা হয়েছে। এক জন বিশ্লেষক এই রেটিং দিয়েছেন। শেয়ারটির দাম 19 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গতকাল বাজার বন্ধের সময় এই কোম্পানির শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 0.38 শতাংশ বেড়ে হয় 672.10 টাকা। সংস্থাটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 17043 কোটি টাকা। এক বছরের হিসাবে এই কোম্পানির শেয়ারে রিটার্ন মিলেছে প্রায় 42.92 শতাংশ।

Natco Pharma

সংস্থাটির স্টকে 'Buy' রেটিং রেখেছেন 13 জন বিশেষজ্ঞ। শেয়ারটির দর 16 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 2.27 শতাংশ বেড়ে হয় 1034.10 টাকা। সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে 18108 কোটি টাকা। এক বছরের নিরিখে শেয়ারটির দাম প্রায় 76.88 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: এখানে স্টক সংক্রান্ত মতামত, পরামর্শ, সুপারিশ বিশ্লেষকদের ব্যক্তিগত। এগুলি দ্য ইকোনমিক টাইমস বাংলার মতামত নয়।)

2024-05-04T14:38:33Z dg43tfdfdgfd