STOCKS TO WATCH: টাইটান, টাটা পাওয়ার-সহ কোন কোম্পানিগুলির শেয়ারে আজ থাকবে চোখ?

গত সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স এবং নিফটিতে বড়সড় পতন দেখা গিয়েছিল। বাজারে বিক্রির প্রবণতা বাড়ায় এই পতন লক্ষ্য করা গিয়েছে। বিশ্লেষকদের মতে, গত শুক্রবার প্রফিট বুকিংয়ের প্রবণতা ছিল। আজ কয়েকটি স্টকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেগুলি নিম্নে উল্লেখ করা হল:

Titan Company: টাটা গ্রুপের এই গয়না এবং ঘড়ির কোম্পানি 2023-24 সালের মার্চের কোয়ার্টারে কর বাদ দিয়ে মুনাফা করেছিল প্রায় 786 কোটি টাকা। এক বছর আগের একই ত্রৈমাসিকের তুলনায় এটি প্রায় 7.1 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থার ওই ত্রৈমাসিকে অপারেশন থেকে আয় হয়েছে 11257 কোটি টাকা। এক বছর আগের একই সময়ের তুলনায় এটি প্রায় 16 শতাংশ বেড়েছে। 2023-24 সালে কোম্পানিটি প্রতি শেয়ারে 11 টাকা করে লভ্যাংশের ঘোষণা করেছে। চলতি বছরের 1 অক্টোবর থেকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সি. কে. ভেঙ্কটরমনকে পুনরায় নিযুক্তের কথা ঘোষণা করেছে সংস্থাটি।

Tata Power Company: এই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি SJVN -এর সঙ্গে 460 মেগাওয়াটের ফার্ম এবং ডিসপ্যাচেবল রিনিউয়েবল এনার্জির প্রকল্প স্থাপনের জন্য বিদ্যুৎ ক্রয়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই প্ল্যান্টটি 3000 মিলিয়ন ইউনিট শক্তি উৎপন্ন করবে।

Dr. Reddy's Laboratories: এই ওষুধের কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্সিসাইক্লিন ক্যাপসুল (40 মিলিগ্রাম) লঞ্চ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে কোম্পানিটি অনুমোদন পেয়েছে। এই ওষুধটি ওরাশিয়া ক্যাপসুলগুলির সমতুল্য। ডক্সিসাইক্লিন ক্যাপসুল ব্যাকটেরিয়া সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।

HDFC Bank: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অতনু চক্রবর্তীকে এই বছরের 5 মে থেকে তিন বছরের জন্য বেসরকারি ব্যাঙ্কটির পার্টটাইম চেয়ারম্যান হিসাবে পুনঃনিযুক্তির অনুমোদন দিয়েছে।

BSE: কোম্পানির চিফ লিস্টিং অ্যান্ড ট্রেডিং ডেভলপমেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন গিরিশ জোশি। চলতি বছরের 2 আগস্ট থেকে এটি প্রযোজ্য হবে।

Tata Technologies: এই প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস কোম্পানির 2023-24 সালের জানুয়ারি থেকে মার্চের কোয়ার্টারে কর বাদ দিয়ে মুনাফার পরিমাণ ছিল 157.2 কোটি টাকা। এক বছর আগের একই সময়ের তুলনায় এই কোম্পানির মুনাফা প্রায় 27.4 শতাংশ কমেছে। সংস্থাটির অপারেশন থেকে আয়ের পরিমাণ 7.2 শতাংশ কমে হয়েছে 1301 কোটি টাকা। সংস্থার EBITDA প্রায় 1.1 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 240 কোটি টাকা। কোম্পানির মার্জিন 110 বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে 18.4 শতাংশ। সংস্থাটি প্রতি শেয়ারে মোট 10.05 টাকা করে লভ্যাংশের ঘোষণা করেছে।

(এখানে উল্লেখিত স্টকগুলি সম্পর্কে শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনও স্টক কেনা অথবা বিক্রির সুপারিশ করা হয়নি। কোনও বিনিয়োগের আগে অবশ্যই বিশ্লেষকদের পরামর্শ নিন।)

2024-05-06T04:44:44Z dg43tfdfdgfd