TOP 6 LARGECAP STOCKS: এই লার্জক্যাপ কোম্পানিগুলির শেয়ারে মিলতে পারে সেরা রিটার্ন, আপনি কি কিনেছেন?

গত কয়েকদিন ধরে বাজারে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে অস্থিরতা। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের একাংশ লগ্নি এড়িয়ে যাচ্ছেন। আবার অনেকে প্রফিট বুকিংয়ের জন্য স্টক বিক্রির সিদ্ধান্ত নিচ্ছেন। এমন সময়ে বিশ্লেষকদের একাংশ লার্জক্যাপে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তাঁদের মতে, দীর্ঘমেয়াদে এই স্টকগুলিতে মিলতে পারে আকর্ষণীয় রিটার্ন। দেখে নিন তাঁদের বাছাই।

HDFC Life

এই কোম্পানির শেয়ারে 'Buy' রেটিং রেখেছেন 31 জন বিশেষজ্ঞ। তাঁরা স্টকটির দাম 31.3 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন। আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 0.49 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 552.35 টাকা। এদিন কোম্পানিটির মার্কেট ক্যাপ ছিল 119420 কোটি টাকা।

Dalmia Bharat

সংস্থাটির শেয়ার কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এই কোম্পানির শেয়ারে 28 জন বিশ্লেষক 'Buy' রেটিং দিয়েছেন। শেয়ারটির 26.5 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিন NSE-তে সংস্থাটির শেয়ারের দাম 1.58 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 1766.20 টাকা।

SBI Life

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সহযোগী প্রতিষ্ঠানের স্টকে 'Strong Buy' রেটিং রেখেছেন 31 জন বিশ্লেষক। কোম্পানিটির শেয়ারের দাম 23.6 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটির দাম 0.67 শতাংশ বেড়ে হয়েছে 1450.15 টাকা। এদিন সংস্থার বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 144236 কোটি টাকা।

HDFC Bank

এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারে 'Buy' রেটিং রেখেছেন 41 জন বিশেষজ্ঞ। তাঁরা শেয়ারটির দাম 23.5 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছেন। আজ NSE-তে এই ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় 1.09 শতাংশ কমে হয়েছে 1506.15 টাকা। ব্যাঙ্কটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 1157805 কোটি টাকা।

Indusind Bank

বেসরকারি ব্যাঙ্কটির শেয়ারও কেনার সুপারিশ করেছেন 41 জন বিশ্লেষক। স্টকটির দামে 23.5 শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতির সম্ভাবনা রয়েছে। আজ বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম প্রায় 3.01 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 1452.55 টাকা।

UPL

স্টকটি কেনার পরামর্শ দিয়েছেন 26 জন বিশেষজ্ঞ। কোম্পানিটির শেয়ারের দাম 23.3 শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এদিন NSE-তে শেয়ারটির দাম প্রায় 1.93 শতাংশ কমে হয় 474.10 টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে 36284 কোটি টাকা।

(এখানে স্টক ক্রয় সংক্রান্ত রেটিং, সুপারিশ বিশ্লেষকদের নিজস্ব। এর সঙ্গে দ্য ইকোনমিক টাইমস বাংলার মতামতের কোনও যোগ নেই।)

2024-05-07T12:49:10Z dg43tfdfdgfd