আয়ের পূর্বাভাসের জন্য পতনের ঝুঁকি তৈরি হতে পারে! জানালেন বিনীত সামব্রে

বর্তমানে শেয়ার বাজার একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যচ্ছে। প্রধান সূচকগুলিতে নিয়মিতভাবে ওঠানামা লক্ষ্যণীয় হচ্ছে। ফেব্রুয়ারি এবং মার্চে দুটি বড় পতন দেখা গিয়েছিল। মূলত স্মলক্যাপ বিভাগে এই পতন দেখা যায়। আগামী সময়ে পুনরায় একটি বড়সড় পতন লক্ষ্যণীয় হতে পারে কী না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে, স্মলক্যাপ বিভাগ এপ্রিল মাসে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে চলতে থাকা এই অনিশ্চয়তা আরও বেশ কিছু সময় অব্যাহত থাকতে চলেছে বলে জানিয়েছেন একটি বড় অংশের বিশেষজ্ঞেরা। বাজার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে অনেকেই বর্তমানে বিনিয়োগ করা থেকে এড়িয়ে চলেছেন। একটি বড় অংশের ইনভেস্টররা মুনাফা নিশ্চিত করতে স্টক বিক্রি করার পথে হাঁটছেন। আগামী সময়ের জন্য ভারতের শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য কীরকম থাকতে চলেছে? বিনিয়োগের ক্ষেত্রে কীরকম দৃষ্টিভঙ্গিই বা রাখবেন? দেখে নিন ডিএসপি মিউচুয়াল ফান্ডের ইকুইটিজ বিভাগের প্রধান বিনীত সাম্ব্রের মতামত-

ফেব্রুয়ারি এবং মার্চে বড়সড় পতনের পর স্মলক্যাপের ক্ষেত্রে পুনরায় প্রত্যাবর্তন লক্ষ্যণীয় হয়েছে। বিনিয়োগকারীদের বাজারের প্রতি কীরূপ দৃষ্টিভঙ্গি রাখা উচিত?

বর্তমানে ভারতের অর্থনীতি খুব ভালো অবস্থানে রয়েছে। একাধিক কারণে এটি দুর্দান্ত বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। এই বিষয়টি শেয়ার বাজারের জন্যেও খুব ইতিবাচক। অর্থনৈতিক বৃদ্ধি বিনিয়োগকারীদেরও বিপুলভাবে আকর্ষণ করেছে। প্রায় প্রত্যেকেই এই বৃদ্ধির গতিপথে অংশগ্রহণ করতে আগ্রহী। ছোটখাটো বেশ কিছু পতন বা সংশোধন দেখা গিয়েছে। সেটাই স্বাভাবিক। আমার ধারণা, এই ছোটখাটো সংশোধনগুলিই বরং বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ করার সুযোগ হয়ে উঠেছে। কারণ এই ক্ষেত্রে অনেকটা কম দামে স্টক ক্রয় করার সুযোগ পাওয়া গিয়েছে। ফিয়ার ওফ মিসিং আউট (FOMO) –এর চাপ বিনিয়োগকারীদের পতনে ক্রয় করার সুযোগগুলিকে কাজে লাগানোর জন্য অনুপ্রাণিত করেছে। অধিকাংশ বিনিয়োগকারীই বর্তমানে বাজারের প্রতি খুব ইতিবাচক। আগামী সময়েও দেশের অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত থাকতে চলেছে। এমনকি সম্ভবত এই বৃদ্ধির গতি আরও দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠবে। এই ধারাবাহিক ও টেকসই বৃদ্ধির প্রত্যাশাই আগামী দিনে বিনিয়োগের পরিকল্পনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে।

2024-25 অর্থবর্ষে বৃহত্তর বাজারে কী পরিমাণ মূল্যায়ন সংক্রান্ত ঝুঁকি থাকবে?

বর্তমান বাজারটি 2024-25 আর্থিক বছরের আয়ের অনুমানের উপর ভিত্তি করে মোটামুটিভাবে সঠিক মূল্যায়নে রয়েছে। বেশিরভাগ খাতই উচ্চ কিংবা ন্যায্য মূল্যায়নে ব্যবসা করছে। মজার বিষয় হল যুক্তিসঙ্গত মূল্যায়নে বর্তমানে খুব কমই বিনিয়োগের সুযোগ পাওয়া যায়। উদাহরণস্বরূপ ব্যাঙ্কের বিষয়ে উল্লেখ করা যেতে পারে। তবে, আসন্ন ত্রৈমাসিকগুলিতে আয় বৃদ্ধির ঝুঁকি রয়েছে। উচ্চ প্রত্যাশা ও মূল্যায়নের পরিপ্রেক্ষিতে এখানে ত্রুটির কোন জায়গা নেই। আমার ধারণা, আয়ের পূর্বাভাসে যে কোন সম্ভাব্য নিম্নগামী সংশোধন পরবর্তী 2-3 ত্রৈমাসিকে বাজারে একটি পতন বা সংশোধনের ঝুঁকি তৈরি করতে পারে।

2024-05-06T10:00:27Z dg43tfdfdgfd