চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশের পর BRITANNIA INDUSTRIES-এর শেয়ারের দাম বৃদ্ধি পেল 9%, বিনিয়োগকারীরা কী করবেন?

সোমবার লাফিয়ে বাড়ল Britannia Industries -এর শেয়ারের দাম। এই এফএমসিজি কোম্পানির শেয়ারের মূল্য আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে 9 শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় দিনের সর্বোচ্চ 5205.45 টাকায়। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশ করা হয়েছে। বার্ষিক নিরিখে সংস্থাটির মুনাফার পরিমাণ 3.6 শতাংশ হ্রাস পেয়ে হয়েছে 538.3 কোটি টাকা।

2023-24 সালের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চতুর্থতে লাভের পরিমাণ 3.2 শতাংশ হ্রাস পেয়েছে। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানিটির লাভ হয়েছিল 556.39 কোটি টাকা। চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার আয়ের পরিমাণ ছিল 4126.70 কোটি টাকা। তৃতীয় ত্রৈমাসিকে এই অঙ্ক ছিল 4306.89 কোটি টাকা। অর্থাৎ তৃতীয়ের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার আয় কমেছে প্রায় 4.2 শতাংশ। জানা গিয়েছে, 2023-24 আর্থিক বছরে এই কোম্পানির আয় 3.5 শতাংশ বেড়ে হয়েছে 16546 কোটি টাকা। কোম্পানিটির পরিচালন বিভাগ থেকে মুনাফা 10.1 শতাংশ বেড়ে হয়েছে 2869 কোটি টাকা। এটি বিক্রির 17.3 শতাংশ ছিল।

চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশের পর ব্রোকারেজ ফার্ম জেপি মর্গ্যানের পক্ষ থেকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ারে 'Neutral' রেটিং রাখা হয়েছে। কোম্পানিটির শেয়ারের টার্গেট প্রাইস 5260 টাকা রাখা হয়েছে। সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের ফল কোম্পানির অনুমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল বলে জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, "ইতিবাচক দিকটি ছিল ক্রমান্বয়ে মার্কেট শেয়ারের উন্নতি।"

অন্যদিকে, ব্রোকারেজ ফার্ম নুভামার পক্ষ থেকে এই কোম্পানির শেয়ারে 'Hold' রেটিং রাখা হয়েছে। কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস5395 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্রোকারেজ ফার্মটি জানিয়েছে, "এফএমসিজি-র ক্ষেত্রে গ্রামীণ চাহিদা পিছিয়ে ছিল। 2024-25 সালে বর্ষা নামলে ফের চাহিদা পুনরুজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে। আমরা আশা করি, ব্রিটানিয়াও এই পুনরুজ্জীবনের সুবিধা পাবে। তবে গমের উৎপাদন এই সংস্থার ভালো মার্জিনের ক্ষেত্রে সহায়তা করবে।"

শেয়ারের দাম

আজ, সোমবার বাজার বন্ধের সময় ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 6.69 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 5061.60 টাকা। বর্তমানে কোম্পানিটির বাজারগত মূলধনের পরিমাণ রয়েছে 114296 কোটি টাকা। সংস্থার শেয়ারে গত এক বছরে বিনিয়োগকারীরা পেয়েছেন 9.42 শতাংশ রিটার্ন। তিন বছরের নিরিখে রিটার্নের পরিমাণ প্রায় 46.63 শতাংশ। পাঁচ বছরের হিসাবে শেয়ারটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 89.86 শতাংশ।

(এই প্রতিবেদনে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের শেয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বিশ্লেষকদের পরামর্শ তাঁদের নিজস্ব। এর সঙ্গে দ্য ইকোনমিক টাইমস বাংলার মতামতের কোনও যোগ নেই।)

2024-05-06T14:46:12Z dg43tfdfdgfd